মমিন জাদরান: দেশের স্বার্থে সাংবাদিকতার আহ্বানে দূর্গাপুর প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।
দূর্গাপুর প্রেসক্লাবের নতুন ভবনে সাংবাদিকের উপস্থিতিতে এক সাধারণ সভা আয়োজন করা হয়। উক্ত সভায় আহবায়ক কমিটির উপস্থিতে
আনুষ্ঠানিক ভাবে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। যা আগামী এক সপ্তাহে চলমান থাকবে।
সকল ‘সদস্য পদের’ জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। প্রসঙ্গত আরও উল্লেখ্য, উল্লেখিত সময়ের মধ্যে প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা আছে সরকারী ভাবে নিবন্ধিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া হতে হবে। এবং প্রেসক্লাবের সদস্য হতে হলে সর্বনিম্ন দুই বছরের পত্রিকার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও, আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না।
ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় দূর্গাপুর প্রেসক্লাবের আহব্বায়ক শাহাজামাল, সদস্য সচিব হাসিবুর রহমান হাসিব ও দূর্গাপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো: মমিন জাদরান। এ ছাড়া ছিলেন এক নাম্বার সদস্য আলামিন হক বিজয়, রাকিবুল ইসলাম, মোফাজ্জল হোসেন মায়া, মোনোয়ার হোসেন পন্টি।
আলোকিত/১৬/১১/২০২৪/আকাশ