রাকিবুল হাসান (বিশেষ প্রতিবেদক): জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম সাহেবের নির্দেশে, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে একদল নেতৃবৃন্দ রুবিনা আক্তারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।
এই প্রতিনিধি দলে ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, আজীবন সদস্য মোঃ সাউকি বিপ্লব, এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক শারমিন আক্তার। তারা রুবিনা আক্তারের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং তাকে উন্নত চিকিৎসা প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তদুপরি, রুবিনা আক্তারের চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন।
এ বিষয়ে সংস্থার ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন বলেন, “বিগত সময়ে জাতীয় সাংবাদিক সংস্থা তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।” সংস্থার মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু বলেন, “আমরা আমাদের সংস্থার সকল নেতাকর্মীদেরকে ট্রাস্টের মাধ্যমে সহায়তা প্রদান অব্যাহত রাখবো।”
সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সমগ্র বাংলাদেশের সাংবাদিকদেরকে ট্রাস্টের ছায়াতলে এনে তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াবো এবং সাংবাদিকদের কল্যাণে একটি শক্তিশালী, সাংবাদিক বান্ধব সংগঠন হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট ভূমিকা পালন করবে।”
আলোকিত/১৫/১১/২০২৪/আকাশ