মৎস্য কন্যা
আর কত চিৎকারে তৃষ্ণার্ত কণ্ঠনালী আক্রান্ত হলে এক ফোঁটা জল দেবে?
কতটা ক্ষুধার্ত হলে পেট ও পিঠের সাথে ফারাক থাকে না
তার পরিমাপ করে এক মুঠো ভাত খেতে দেবে?
আর কত জীর্ণশীর্ণ বিবস্ত্র শরীর এক টুকরো বস্ত্রে ঢেকে দেবে?
সাতাশ বছর ধরে আটলান্টিকে সাঁতার কেটেছি
আরো কত পথ বাকী মৎস্য কন্যা ভেসে উঠবার?
হৃদয় অভ্যন্তরে আরো কত রক্ত ঝরালে
সূচাগ্র যন্ত্র দিয়ে করবে সেলাই।
আরো কত হিম হলে হিমাঙ্কের স্তব্ধ হিমানীতে
উলান হয়ে দেবে একটু উত্তাপ?
সুদীর্ঘ পথের সাঁতারক্লান্ত আমি নিশ্চিত ডুবে যাবো
তবুও কি টেনে তুলবে না?
আমার চোখের জল শেষ হলে রক্ত ঝরে যাবে
তবুও কি বিন্দু ভালোবাসা ঢেলে দিয়ে আসবে না বুকের গভীরে?
আলোকিত/১৪/১১/২০২৪/আকাশ