অধ্যক্ষ’র অপসারনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

0
48

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. বশির আহমেদের অপসারনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। দূর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন শুরুর আগে একদল দুর্বৃত্তরা তাদের বাঁধা প্রদান করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের। শিক্ষার্থী ওমর তালুকদার জানান, আওয়ামীলীগের দোসর বশির আহমেদ ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছে,এখন তার অপসারন সময়ের দাবী। তাকে অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলন করা হবে। অপর শিক্ষার্থী রাব্বি মোল্লা বলেন, বসির স্যারের দর্নীতির শেষ নেই। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। আমারা মানববন্ধন শুরু করার আগেই স্যারের সহযোগীরা আমাদের বাঁধা প্রদান এবং হামলা করেছে। তারপরও আমরা মানববন্ধন করেছি। তাকে অপসারন না করা পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: বসির আহমেদ বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট।
আলোকিত/১৪/১১/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here