রাকিবুল হাসান (বিশেষ প্রতিবেদক): সিরাজগঞ্জের ১০ কেজি গাঁজাসহ দৃই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের চৌকস দল।
মঙ্গলবার ( ১২ নভেম্বর) সন্ধা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন রানীরহাট মান্নাননগর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রাস্তার উপরে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে ডিএনসির সদস্যরা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন বালাপুকুর এলাকার হানিফ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৪) ও রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া নিচপাড়া এলাকার মৃত ফজল হকের ছেলে নয়ন মিয়া (৩৫)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধা পৌনে ৬টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এসআই মোসাদ্দেক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দোবিলা রানীরহাট মান্নাননগর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রাস্তার উপরে একটি মুদি দোকানের সামনে রেজিস্ট্রেশন বিহীন একটি পুরাতন হাঙ্ক মোটর সাইকেল গতিরোধ করে। এসময় মোটর সাইকেলটির তল্লাশী শুরু করলে তল্লাশী কালে সিটের ভিতরে ও তেলের ট্যাংকির নীচে বিশেষ কায়দায় পলিথিনে ও কালো পাতলা কাপড়ের ব্যাগে দিয়ে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
আলোকিত/১২/১১/২০২৪/আকাশ
রাজশাহী বিভাগীয় গোয়েন্দাদের হাতে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -