জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

0
79

মমিন (দূর্গাপুর প্রতিনিধি): জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় ৮ নভেম্বর ২০২৪ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন, মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠিতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জান।
সাংবাদিকদের কল্যাণে ২১ দফা দাবির বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর ছেলে ডাক্তার মো: মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি মিজুর রহমান প্রীন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সচিব মো: রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা, ঢাকা জেলার সভাপতি মহসিন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আমেদ আলী, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মিলন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি কামাল হোসেন ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মদ আবু মুসা সহ আরও সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ।
স্মরণসভায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতঃপর দোআ ও মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
আলোকিত/০৯/১১/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here