রাকিবুল হাসান: নাটোর জেলায় ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের চৌকস দল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে নাটোর জেলার সদর থানাধীন হয়বতপুর বাজারে পাশে মহাসড়কে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে ডিএনসির সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন শিংগীর ভিটা এলাকার আজিজার রহমানের ছেলে লিমন মিয়া (২৯)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধা সাড়ে ৬টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ (ওসি) পারভীন আক্তার,এসআই মোসাদ্দেক হোসেন,এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর জেলার সদর হয়বতপুর এলাকায় অবস্থান করেন এ সময় উপর মহাসড়কের দক্ষিণ পার্শ্বে একটি ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপরে জামালপুর নাটোর গামী আসা আর পি রোকেয়া পরিবহন নামের একটি যাত্রী বাহি বাসকে দেখতে পায় ডিএনসির সদস্যরা।
বাসটি দেখতে পেয়ে গতিরোধ করে বাসটি ঘেরাও করে তল্লাশী শুরু করলে বাসের ভিতরে বাম পার্শ্বে মাঝামাঝি সিটে বসে থাকা মাদক ব্যবসায়ী লিমনের দুই পায়ের মাঝে থাকা কালো ট্রাভেল ব্যাগের মধ্যে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো দু’টি পলিথিনের মধ্যে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল। এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
আলোকিত/০৭/১১/২০২৪/আকাশ
রাজশাহী বিভাগীয় গোয়েন্দাদের হাতে ৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -