আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

 বগুড়ায় বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে পুন্ড্র ইকোনোমিক জোন 

-Advertisement-

আরো খবর

মাজেদুর রহমানঃ
একদা শিল্প নগরী খ্যাত বগুড়া কালের বিবর্তনে ও রাজনৈতিক কারণে শিল্পনগরীর খ্যাতি হারিয়ে ফেলেছিল। সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে বগুড়ার স্থানীয় এবং জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠান বগুড়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছে। মূলত: পর্যাপ্ত শ্রম সুবিধা যুক্ত নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সুবিধা, স্বল্পমূল্যে শিল্প অবকাঠামো গড়ে তোলার মতো জায়গার সহজলভ্যতা, সর্বোপরি উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় বেসরকারি খাতে অনেক শিল্প উদ্যোক্তাই বগুড়ায় শিল্পাঞ্চল সৃষ্টিতে আগ্রহ দেখাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের পার্শ্বে বসুন্ধরা গ্রুপ, স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্যের কারখানা এবং গোডাউন স্থাপন করেছে। এতে করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। শিল্পাঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভবনা দেখা দেয়ায় এলাকার গুরুত্বও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এমনতর পরিস্থিতিতে বগুড়া শহরতলীর বাঘোপাড়া, গোকুল, মহিষবাথান, তেলিহারা মিলে মোট ৪টি মৌজায় বেসরকারি খাতে স্থাপিত হতে যাচ্ছে পুন্ড্র ইকোনোমিক জোন। যার সন্নিকটে যথেষ্ট আবাসন সুবিধা, কারিগরি শিক্ষার পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য পুন্ড্র বিশ্ববিদ্যালয় সহ আধুনিক চিকিৎসা সেবা সম্বলিত হাসপাতাল ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা বিদ্যমান। এই শিল্প জোনে দেশি-বিদেশি মিলে প্রায় ১৬টি বিনিয়োগকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। পুরো মাত্রায় এই শিল্পজোন প্রতিষ্ঠিত হলে সেখানে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নতুন উদ্যোমে যাত্রা শুরু করা পুন্ড্র ইকোনোমিক জোনে যেসব শিল্প কারখানা স্থাপিত হবে সেগুলোর মধ্যে রয়েছে গ্লাস ফ্যাক্টরী, টাইলস্ ফ্যাক্টরী, সিরামিক ফ্যাক্টরী, লাইট ইঞ্জিনিয়ারিং, ভিকেল অ্যাসেম্বলীং ফ্যাক্টরী, কুটির শিল্প, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, ফুড প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ভোগ্যপণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে আমদানি নির্ভরতা কমবে, রপ্তানি আয় বাড়বে; ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। ইতোমধ্যেই টিএমএসএস এর প্রায় ৩০ একর জায়গায় গ্লাস ফ্যাক্টরীর কাজ চলমান রয়েছে। এই গ্লাস ফ্যাক্টরীতে প্রায় ৩-৪ হাজার জনবলের কর্মসংস্থানের সুযোগ আছে।
এ বিষয়ে জানতে চাইলে টিএমএসএস এর প্রধান প্রকৌশলী ও পরিচালক লায়ন ইঞ্জি: মো: হাবিবুর রহমান বলেন, বিসিএল শিল্প গ্রুপের উদ্যোগেই মূলত: স্থানীয় ও জাতীয় শিল্প উদ্যোক্তাদের নিয়ে বেসরকারি পুন্ড্র ইকোনোমিক জোন গড়ে উঠবে। তিনি আরো জানান, উত্তর জনপদে একাধিক গ্লাস ফ্যাক্টরী থাকলেও আমাদের নির্মাণাধীন গ্লাস ফ্যাক্টরীটি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত হতে যাচ্ছে; ফলে আমাদের উৎপাদিত বিভিন্ন পুরুত্বের গ্লাস সহজলভ্য, টেকসই এবং মূল্যের দিক থেকেও সাশ্রয়ী হবে। এতে করে ক্রেতারা সহজে পছন্দের গ্লাস; সাইজ অনুসারে ক্রয় ও পরিবহন করতে পারবে।
আলোকিত প্রতিদিন/০৬ নভেমাবর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -