গাজীপুর জেলার উলু খোলা ব্রীজের উপর ছিনতাই করার সময় অস্ত্র সহ হাতে নাতে ধরা পড়ে ছিনতাই চক্রের সদস্যরা। সাধারণ জনতার হাতে গণধোলাই শেষে উলু খোলা পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করা হয়েছে। উপস্থিত জনতা বলেন এরা গাজীপুরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই সহ মানুষ কে মারধর এবং হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটাচ্ছে। এ সময় উপস্থিত একজন জনতা তাদের সঙ্গে গত ২০ অক্টোবর ঘটে যাওয়া ছিনতাইর বিবরণ ও হত্যার উদ্দেশ্যে জখম করা কিছু ছবি ও দেন আমাদের কাছে। এই ধরনের ঘটনার ছবি, ভিডিও চিত্র সহ আমাদের গনমাধ্যমের কাছে এসেছে। আবার কেউ কেউ ছিনতাই হওয়া মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক এটিএম কার্ড, ভোটার আই ডি কার্ড ছিনতাই হওয়া শর্তে ও উদ্ধার এর স্বার্থে হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়রি ( জিডি) করতে হয়েছে বলে জানিয়েছেন।
এ সময় উপস্থিত শতাধিক জনসাধারণের একটাই প্রত্যাশা এই ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের পুরো সংগঠন কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
মোঃ আরিফ হোসেন,
আলোকিত প্রতিদিন/এপি