আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত

আরো খবর

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৩টায় তিন সংগঠনের উদ্দ্যেগে পটুয়াখালী জেলা ব্যায়ামাগার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক রাজিব আহসান, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
যৌথ কর্মীসভায় রাজিব আজসান বলেন, আমরা আগে ছাত্রলীগ ছিলাম এখন ছাত্রশিবির করি। ছাত্রলীগ দেশে একশত ধর্ষন করে সেঞ্চুরি করেছেন।তার দায়ভার কে নিবে যেহেতু ছাত্রলীগ করেছেন, আর যাই করেন দায়ভার আপনাকেই নিতে হবে এবং দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমারা মেসেঞ্জার আমরা তিন সংগঠন ভাতৃত্বের বন্ধন হয়ে তারেক রহমান মানের সাম্য মানবিক বার্তা নিয়ে এই পটুয়াখালীতে এসেছি। আপনারা সমাজের সকল ভালকাজ গুলো করুন মানুষ কে ভালবাসুন ধানের শীষের নাম সকলের মাঝে পৌঁছে দিন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, কেকেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মঞ্জরুল আলম রিয়াদ, সহ সভাপতি শাকির আহমেদ, সহ সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ন সম্পাদক মাসুদ রানা।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ।
আলোকিত/২৫/১০/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -