আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে এল পি জি গ্যাস সংযোগ বিস্ফোরণ ঘটায় দগ্ধ যুবকের মৃ*ত্যু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ আরিফ হোসেন জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুর জেলার মহানগরীর কাশিমপুর এলাকার শাইনপুকুর বেক্সিমকো গ্রুপের সিরামিক কারখানায় এল পি জি লাইনে কাজ করতে গিয়ে ৬ জন শ্রমিক আগুনে দগ্ধ হন। তাদের কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ পেরন করেন। চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন গত ১১ ই অক্টোবর রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জন শ্রমিক আগুনে দগ্ধ হন। এদের মধ্যে আশঙ্কা জনক ছিলেন আবু রায়হান (৩২) নামে একজন শ্রমিক। বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও আবু রায়হান এর মত না। তিনি আর বলেন এরা কেউই এই কারখানার কর্মচারী না। এরা সবাই দৈনিক হাজিরার শ্রমিক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক জানান তাদের ছয় জনের মধ্যে আবু রায়হান ৪৪ শতাংশ দগ্ধ অবস্থায় ছিল। আর বাকি পাঁচজন ১০-২০ শতাংশের মধ্যে। এ ব্যাপারে আর জানতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাহিদুল ইসলাম আবু রায়হান (৩২) এর মৃত্যুর বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেন। তিনি আরো বলেন গত সাত দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। এ ব্যাপারে আবু রায়হান এর বাবা কাশিমপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -