ওয়াসিম শেখ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-সিরাজগঞ্জ মহাসড়কের বালসাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তথ্যটি নিশ্চিত করে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রেজাউল করিম জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে পাবনা-সিরাজগঞ্জ মহাসড়কের বালসাবাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক আরোহী যুবক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/১৭ অক্টোবর -২৪/মওম
- Advertisement -