রাকিবুল হাসান: বগুড়ার শেরপুরে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের চৌকস দল। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর এলাকায় মহাসড়ক থেকে তাদের আটক করে ডিএনসির চৌকস দল।
গ্রেপ্তারকৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন সোনাইগাজী উত্তর পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে রনি মিয়া (৩৪), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুল বাড়ী এলাকার আব্দুল হাকিমের আসাদুল হাবিব দুলু(২৪)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে(১৪ অক্টোবর) বেলা ১১টার সময় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এসআই মোসাদ্দেক হোসেন, এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর হাজীপুর এলাকায় বগুড়া থেকে শেরপুরগামী মহাসড়কের পাশে পাকা রাস্তার উপরে ঢাকা অটোমোবাইল ওয়ার্কসপ দোকানের সামনে অবস্থান করেন এ সময় উপর দিক থেকে আসা শেরপুরগামী একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল দেখতে পেয়ে গতিরোধ করে তাদেরকে ঘেরাও করে তল্লাশী শুরু করে এক পর্যায়ে গাড়িটির বাম পার্শ্বে ঝুলানো অবস্থায় একটি ট্রাভেল ব্যাগের মধ্যে একটি স্কচটেপ দ্বারা মোড়ানো তিনটি পোটলা ও মাদক ব্যবসায়ী হাবিব দুলুর পিঠে ঝুলানো অবস্থায় একটি স্কুল ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি পোটলায় মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
আলোকিত/১৪/১০/২০২৪/আকাশ
রাজশাহী বিভাগীয় গোয়েন্দাদের হাতে ১৮ কেজি গাঁজাসহ দু‘জন গ্রেপ্তার

-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -