আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সৎ পথে থাকলে একের পর এক কাজ পাওয়া যায় না : শ্রুতি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

গত ডিসেম্বর মাসে জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে ছোট পর্দায় শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসকে। এরপর বড় পর্দা এবং ওয়েব সিরিজে দু’টি কাজ করলেও প্রায় এক বছর ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে? কেন লম্বা সময় ধরে অভিনয়ে নেই শ্রুতি? সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কারণ জানিয়ে মুখ খুলেছেন তিনি। চলতি বছরে প্রথমবার অভিনেত্রীর শ্বশুরবাড়িতে দুর্গাপুজা হচ্ছে। স্বভাবতই বাড়ির পুজা নিয়ে বেশ ব্যস্ত শ্রুতি। সেই ব্যস্ততার ফাঁকেই জানালেন, কেন ছোট পর্দাতে আর দেখা যাচ্ছে না তাকে।

শ্রুতির কথায়,‘আমার দৃঢ় বিশ্বাস, ক্যারিয়ারের দিক থেকে আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না। এই বছর মাত্র দুটি কাজ করেছি। খুব বেশি কাজ করতে চাই এমনটা নয়, অর্থের লোভ নেই আমার। তবে চাই যে কয়েকটা কাজ করব, যতক্ষণের জন্যই করব এবং যে চরিত্রেই অভিনয় করি না কেন তা যেন দর্শকের কাছে প্রশংসিত হয়।’

Bengali Serial actress Shruti Das gets emotional as she bought new home for her parents

- Advertisement -

অভিনেত্রী বলেন, ‘আমি সৎ পথে থেকে কাজ করতে চাই, আর সৎ পথে থাকলে একের পর এক কাজ পাওয়া যায় না! তাই আমিও পাচ্ছি না কাজ! আমি কাজ চাইতে তেমন কোথাও যাই না। তবে কাজের খোঁজে সবাইকে মেসেজ করি। অবশ্য কেউ উত্তর দেয় না। তবে আমার বিশ্বাস, একদিন আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ব যে এই মানুষগুলোই আমাকে কাজের প্রস্তাব দিতে চেয়ে‌ ফোন করবেন এবং সেদিন আমিই হয়তো তাদের পাল্টা ফোন করে উত্তর দিতে পারব না।’

অভিনেত্রী আরও বললেন, ‘আমার খারাপ সময়ে যারা পাশে থাকছেন এবং যারা থাকছেন না, সকলকেই মনে রাখছি আমি। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা, আমার যতটুকু যোগ্যতা সেই অনুযায়ী যেন কাজ পাই আমি।’

প্রসঙ্গত, জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে টলিপাড়ায় কাজ শুরু করেন শ্রুতি। প্রথম ধারাবাহিক থেকেই তার অভিনয় প্রশংসিত হয়েছে। তবুও আজ কাজ নেই এই অভিনেত্রীর কাছে। তবে মনের জোর হারাচ্ছেন না শ্রুতি।

আলোকিত প্রতিদিন/১৩ অক্টোবর -২৪/মওম

- Advertisement -
- Advertisement -