আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

জেলের জালে ৪৬ কেজি ওজনের পাখি মাছ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য মার্কেটে বিশাল একটি পাখি মাছ বিক্রির জন্য নিয়ে আসেন পাথরঘাটার জেলে সোহেল রানা। সাগরে মাছ শিকার করতে গিয়ে ৪৬ কেজি ওজনের এই মাছটি তার জালে ধরা পড়ে। ৯ অক্টোবর বুধবার সকালে কুয়াকাটা আড়তে নিয়ে আসলে মাছটি দেখতে ভীড় করেন উৎসুক মানুষ।
জেলেরা জানায়, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২’শ টাকায় কিনে নেন।
জেলে সোহেল বলেন,  ‘এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলি বেশ শক্তিশালী মনে হয়। আগে সাগরে আরো বেশি ধরা পড়তো এই মাছ।’
কলাপাড়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস জেলেরা এটিকে (পাখি মাছ) বলে থাকে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।
আলোকিত/১১/১০/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -