ম্যাক্রোঁর আহ্বানকে অপমানজনক বললেন নেতানিয়াহু

0
70
ম্যাক্রোঁর আহ্বানকে অপমানজনক বললেন নেতানিয়াহু
ম্যাক্রোঁর আহ্বানকে অপমানজনক বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এই আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ৫ অক্টোবর শনিবার  প্যারিসে এক শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সংঘাত অব্যাহত রাখার বিষয়ে  উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন ম্যাক্রোঁ। এর প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ এবং অন্যান্য পশ্চিমা নেতাদের উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের লজ্জা হওয়া উচিত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।’ সাক্ষাৎকারটি মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল এবং শনিবার সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেন, ‘ইসরায়েলকে ফ্রান্স কোনও অস্ত্র সরবরাহ করছে না।’ লেবাননে ইসরায়েলের স্থল সেনা অভিযানের সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। বলেন, ‘লেবানন নতুন গাজা হয়ে উঠতে পারে না।’ ম্যাক্রোঁর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জিতবে।’ নেতানিয়াহুর অফিস জানিয়েছে,  যে কোনও দেশ যারা ইসরায়েলের পাশে দাঁড়ায় না, তারা ইরান ও এর মিত্রদের সমর্থন করছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্যেও।

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here