এম. আর. কমল: প্রিমিয়াম হোল্ডিংস লি.-এর বর্ষপূর্তি ‘প্রিমিয়াম ডে’ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান-১ এর কর্পোরেট অফিসে ৪ দিন ব্যাপী একক আবাসন মেলা অনুষ্ঠিত হয়। কোম্পানির গ্রাহক, শুভানুধ্যায়ী, শুভাকাক্সক্ষী ও সহকর্মি ছাড়াও বিপুল সংখ্যক আগ্রহী ক্রেতা ও সাধারণ মানুষের উপস্থিতিতে আবাসন মেলাটি এক মহামিলনে পরিণত হয়। প্রিমিয়াম হোল্ডিংস লি.-এর কর্পোরেট অফিসে কেক কেটে ৪ দিন ব্যাপী প্রিমিয়াম ডে’র উদযাপন ও মেলার শুভ সূচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ।
উদ্বোধনী ও স্বাগত ভাষণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ সকলকে অভিনন্দন জানান। সেই সাথে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও এই কোম্পানিতে বিনিয়োগের সুবিধাসমূহ তুলে ধরে এক মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। তাঁর যোগ্য নেতৃত্বে এবং দক্ষ পরিচালনায় কোম্পানিটি উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। যারফলে কোম্পানিটি বর্তমানে দেশের শীর্ষ আবাসন কোম্পানির তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছে। তাঁর সাথে কোম্পানি পরিচালনার দায়িত্বে রয়েছেন একটি সুদক্ষ বোর্ড অব ডাইরেক্টরস।
‘প্রিমিয়াম ডে’র এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. মোস্তাফিজুল হুদা, পরিচালক নাজনীন আখতার ও অন্যান্য পরিচালকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নূরুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট প্রধান রেজাউল করিম, সিইও আশরাফুল আলমসহ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ প্রিমিয়াম হোল্ডিংস-এর চমৎকার তিনটি প্রকল্পের বর্তমান উন্নয়ন কাজ সম্পর্কে আগত অতিথিদের অবগত করেন। এছাড়াও প্রিমিয়াম হোল্ডিং লি. কর্তৃক আবাসন প্রকল্পের গ্রাহকদের সাম্প্রতিক রেজিষ্ট্রিকৃত দলিল হস্তান্তর করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন- জীবনে দারুণ কিছু করার জন্য প্রয়োজন একটি সঠিক সিদ্ধান্ত। তাই টাকা জমা না রেখে জমিতে বিনিয়োগ করুন। আপনার বাসস্থানকে সাজিয়ে নিতে ‘প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড’ হয়ে উঠুক আপনার ভবিষ্যতের নিরাপদ সম্পদ। একই বক্তব্যে তিনি কোম্পানির কতিপয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরেন। যে কারণে ‘প্রিমিয়াম হোল্ডিংস’-এ বিনিয়োগ সব থেকে নিরাপদ ও লাভজনক বলে তিনি উল্লেখ করেন। বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- ০১. প্রিমিয়াম টাউন ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী, ০২. এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচল-এর সন্নিকটে ‘প্রিমিয়াম টাউন’ অবস্থিত, ০৩. কাঠা প্রতি মাত্র ৬.২৫ লক্ষ টাকা (ই-১ ব্লকের জন্য) মূল্য যা তুলনামূলকভাবে অন্যান্য কোম্পানির চেয়ে অনেক কম, ০৪. পূর্বাচল ইকো পার্ক ও আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যুর সন্নিকটে, ০৫. ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার সন্নিকটে, ০৬. প্রকল্পের চতুর্দিকে সরকারি রাস্তা সম্বলিত একমাত্র প্রকল্প, ০৭. অত্র এলাকায় সকল প্রকার নাগরিক সুবিধাসহ আবাসিক এলাকা বিদ্যমান, ০৮. নিস্কন্টক জমি, এককালীন এ স্বল্প দামে নিজ নামে জমির সাফ কবলা দলিল রেজিস্ট্রেশনের ব্যবস্থা, ০৯. সহজ শর্তে এককালীন ও স্বল্প মেয়াদী কিস্তি সুবিধা, ১০. প্লট সাইজ ৩, ৫ ও ১০ কাঠা, ১১. কোম্পানির নিজস্ব পরিবহন সেবায় সপ্তাহের যে কোনো দিন প্রকল্প পরিদর্শনের সুবিধাসহ আরো নানাবিধ অফার চলমান রয়েছে। যা কোম্পানিকে গ্রাহক থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।
উল্লেখ্য যে, সমাজের মধ্যবিত্ত শ্রেণীর জন্য পরিকল্পিত ও নিরাপদ আবাসন গড়ে তোলার প্রত্যয়ে প্রতি বছর প্রতিষ্ঠানটির বর্ষপূর্তিতে এই ‘প্রিমিয়াম ডে’ আয়োজন করা হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা রওশন আল মাহমুদ বলেন, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড-এর বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছর সেপ্টম্বর মাসে আমরা ‘প্রিমিয়াম ডে’ পালন করে থাকি এবং একটি মেলার আয়োজনও থাকে। যেখানে ক্রেতারা স্বাচ্ছন্দে অংশগ্রহণ করে নিজেদের স্বপ্নের আবাসন খুঁজে নিতে পারেন। প্রতি বছরের ন্যায় এবারও মেলায় বুকিং দিলেই আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়।
আলোকিত/০৩/১০/২০২৪/আকাশ