জাহিদুল হক রনি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতিকালে চারজনকে আটক করা সহ, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকা হতে চার বেক্তিকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর একটি দল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সেনা অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন – কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কিসলু শেখের ছেলে মো.সুমন শেখ (২২), সাঈদ শেখের ছেলে মো. নাহিদ শেখ (১৯) ও ওয়ালিদ শেখ (২৭) এবং বুলু শেখের ছেলে জাকারিয়া শেখ (৩৫)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে জড়ানোর প্রস্তুতির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেখান থেকে চারজনকে আটক করা হয়। এ সময় বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে ১০টি রামদা, আটটি বল্লম, ছুরি, চাইনিজ কুড়াল ও একটি আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
আটককৃত ব্যক্তিদের কালিয়া থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি