সাইফুল ইসলাম সবুজ:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিগত ১৫-১৬ বছর এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। সে সময়ে দেশে যত অপরাধ হয়েছে তার ৯০ ভাগই শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে এ দেশে কেমন আইনের শাসন রয়েছে। দেশে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে।
কাদের সিদ্দিকী নিহত সেনা কর্মকর্তা নির্জনের পরিবারের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন। পরে নিহত সেনা কর্মকর্তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/০১ অক্টোবর -২৪/মওম
- Advertisement -