ক্রাইম রিপোটার,সাভার:
ঢাকার সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে জান্নাতুল জারা সেতু (১৯) নামের এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর সোমবার রাতে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জান্নাতুল জারা সেতু সাভারে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করে মডেল হিসাবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক আকাশ (২০) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে সাভারের আড়াপাড়া এলাকার একটি বাড়িতে জন্মদিনের পার্টিতে ওই তরুণীকে ডেকে নেয় আকাশ।
সেখানে জন্মদিনের পার্টি চলাকালে আকাশ ওই বাড়ির ছাদে জান্নাতুল জারা সেতুকে নিয়ে যায়। এসময় আকাশকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে সেতুকে ছুরিকাঘাত করে গুরুতর আঘাত করেন। পরে তিন বন্ধুসহ আকাশ জারাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহত তরুণীর সুরতহাল করি।
তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সুরতহালে হত্যাকান্ড বলে ধারণা করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে তরুনীকে হাসপাতালে আনা চার যুবককে আটক করি। পরে সাভার মডেল থানায় খবর দিলে হাসপাতাল থেকে ওই চার যুবককে আটক করে নিয়ে যায় সাভার থানা পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, সেতু হত্যার ঘটনায় হাসপাতাল থেকে চারজনকে শেরেবাংলা নগর থানাপুলিশ আটক করে। কিন্তু হত্যাকান্ডের সঙ্গে একজন জড়িত থাকায় বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/০১ অক্টোবর -২৪/মওম
- Advertisement -