বিনোদন ডেস্ক:
রানি মুখার্জি মঞ্চে উঠেছেন। তার শাড়িরর আঁচলে যেন পা না পড়ে, সেটা মেঝে থেকে তুলে তাকে এগিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। রানি মুখার্জিও সহাস্যে তাকে জানালেন অভিবাদন। আইফার মঞ্চে এটাই বুঝি ছিল সবচেয়ে সুন্দরতম দৃশ্য। এ বছর আইফায় সেরা অভিনেতা এবং অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এ দুই বলিউড তারকা।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বসেছিল আইফা অ্যাওয়ার্ডস ২০২৪। এতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘জওয়ান’ ছবির অভিনেতা শাহরুখ খান এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য রানি মুখার্জি। সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে গত বছরের অন্যতম ব্যবসাসফল ছবি রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। গতকাল ছিল রণবীর কাপুরের জন্মদিন। এ দিন তার অভিনীত সিনেমা আইফা অ্যাওয়ার্ডস জিতে নেওয়া যেন এক অন্য রকম ঘটনা। যদিও এ সিনেমার ললাটে ছিল নানা রকম নিন্দা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি উগ্রতা, নারীবিদ্বেষীসহ নানা তকমা পেয়েছিল। চলুন দেখে নেওয়া যাক পুরস্কারের পুরো তালিকা।
সেরা সিনেমা: ‘অ্যানিম্যাল’
সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া
সেরা অভিনেত্রী: রানি মুখার্জি
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিম্যাল)
সেরা অভিনেতা (খল চরিত্র): ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা নবাগতা: অ্যালিজে অগ্নিহোত্রী (ফ্যারে)
নবাগত পরিচালক: করণ বোলানি
সেরা সংগীত পরিচালক: প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর (অ্য়ানিম্যাল)
নেপথ্য গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল
নেপথ্য গায়িকা (নারী): শিল্পা রাও
আলোকিত প্রতিদিন/২৯ সেপ্টেম্বর-২৪/মওম