বিনোদন ডেস্ক
‘তুফান’ সিনেমার মাধ্যমে সাড়া ফেলেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় তার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। বড় পর্দার পর এখন ওটিটিতে রিলিজ হয়েছে সিনেমাটি। তবে ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকাকে চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হয়েছে এই সিনেমা। কারণ দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা আমার।
অন্যদিকে শাকিব খান ও চঞ্চল চৌধুরীর মতো তারকাদের সঙ্গে অভিনয়। যদিও ‘আয়নাবাজি’তে চঞ্চলের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল নাবিলার। কিন্তু শাকিবের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার তার।
নাবিলা আরও বলেন, শাকিব খানের সঙ্গে প্রথম শটের আগে ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কারণ সে সুপারস্টার, মেগাস্টার। সিনেমায় আমাদের দুজনের লাস্ট সিনটাই ছিল শুটিং সেটে আমাদের প্রথম সিন। আমি খুব নার্ভাস ছিলাম। তবে ধীরে ধীরে শাকিব খান আমাকে অনেক বেশি ইজি করে ফেলেন। তিনি লাভলি কো স্টার এবং তিনি তার কাজটা সুন্দর করে ফেলন।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ ও কলকাতার গুণী শিল্পীদের নিয়ে সিনেমাটি নির্মিত হয়।
আলোকিত প্রতিদিন/এপি