মো. সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ১৩ দিনের এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাত আটটার দিকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৮ নাম্বার বেড থেকে নব-জাতককে উদ্ধার করা হয়। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা.জুনায়েদ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার শেষ বিকালে নব-জাতকের মা হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। পরে গভীর রাতেও সে ফিরে না আসায় হাসপাতালের সেবিকারা ওই নবজাতককে ডা.জুনায়েদ হোসেন খান লেলিনের হেফাজতে রাখেন।
ডা.জুনায়েদ হোসেন খান লেলিন বলেন , নব-জাতকটি আমার হেফাজতে আছে। তার মাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। মাকে না পাওয়া গেলে কেউ দত্তক নিতে চাইলে আইনগতভাবে দত্তক দেয়া হবে।
এদিকে,হাসপাতালে উপস্থিত অনেককে বলতে শোনা গেছে, অভাব জনিত কারনে কিংবা অবৈধ ভাবে সন্তান প্রসব করার কারনে এমন ঘটনা ঘটতে পারে বলে তারা উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আলোকিত/২৩/০৯/২০২৪/আকাশ