আজ রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

সখ : রেবেকা সুলতানা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

হাত দুইটা তোমার মত শক্ত হাড়ের নয়,
তোমার মতই শব্দ, বচন বুনার ইচ্ছা হয়।

সখটা জাগে অনুরাগে তোমার চোখে চাই,
যোগ্য কিছু অর্ঘ্য দিবো সাধ্যটুকু নাই।
এই সমাজের সভ্য মানুষ সংকীর্ণ মনা,
বদনাম রটাতে তারা একটুও ছাড়বে না।

কেউ জানে না স্বর্গীয় প্রেম শুপ্ত থাকে মনে,
সবাই কেবল স্বার্থ বুঝে মাল্য বদল চিনে।
সুযোগ পেলে ছলে বলে বাড়ায় আকর্ষণ,
ঘেষাঘেষি হাসাহাসি দুই দিনে দুশমন।
তুমি আমায় ভুল বুঝো না কুল হারাবে শেষে,
আমি শুধু বন্ধু তোমার অকৃত্রিম বিশ্বাসে।

স্বচ্ছ কথা তোমার কাছে তুচ্ছ যদি হয়
নিশ্চিহ্ন করে দিব ছোট্ট পরিচয়।
আলোকিত/২০/০৯/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -