রাকিবুল হাসান : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের একটি চৌকস দল সিরাজগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভুইয়াগাতী বাজারে বগুড়া সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর একটি টাটা মিনি ট্রাক তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
গ্রেপ্তারকৃতরা হলেন,বগুড়া জেলার সদর থানাধীন সবলপুর কুরিপাড়া গ্রামের মৃত ওসমানের ছেলে রফিকুল ইসলাম (৫০) , মৃত অছিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫৬)।
ডিএনসি জানায়,গোপন সংবাদের শনিবার ( ১৪ সেপ্টেম্বর ) রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এস আই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভুইয়াগাতী বাজারে বগুড়া সিরাজগঞ্জ গামী মহাসড়কের উপর একটি টাটা মিনি ট্রাকটি গতিরোধ করে।
এসময় টাটা মিনি ট্রাকটির ভিতরে থাকা মাদক কারবারি গাড়ীর ড্রাইভার রফিকুল ইসলাম ও হেলপার সাইফুলের দেহ তল্লাশী কালে সিটের পিছনে পলিথিনে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয়টি পোটলায় থেকে ২৬ কেজি উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত/১৫/০৯/২০২৪/আকাশ