আজ রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত,অপর জন আহত

-Advertisement-

আরো খবর

জাহিদুল হক রনি:
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আপন দুই ভাই নিহত ও অপর ভাই গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
লোহাগড়া উপজেলার যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম ও জেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমানের মধ্যে  আধিপত্য বিস্তার নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল, এনিয়ে একাধিক শালিস ও প্রশাসনের হস্তক্ষেপের পরেও আজ সকাল স্থানীয় শালিসে বৈঠকের একপর্যায়ে যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকদের উপর হামলা করে। হামলায় আপন ৩ ভাইসহ ৫ আহত হলে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে দুই ভাই মারা যায়, অপর ভাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। নিহতরা হলেন মিরান শেখ ও জিয়াউর শেখ এবং আহত বেক্তির নাম ইরান শেখ।নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে,নিহতদের পক্ষের লোকজনের উত্তেজিত হয়ে  যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বাড়ি অগ্নিসংযোগ করে।পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দুই পক্ষই কথা দিয়েছিল কোন প্রকার ঝামেলায় জড়াবে না, তারপরও আজ হতাহতের ঘটনা ঘটেছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১১ সেপ্টেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -