পলাশ খান:
দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠন অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনুপ কুমার ভৌমিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আশফাক আহমেদ (সিনিয়র সহ-সভাপতি), সৈয়দ সামছুল আলম (সহ-সভাপতি), এ এফ এম ফাহমিদুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), আহসান ফিরোজ (কোষাধ্যক্ষ) এবং সাদিকুর রহমান (সাংগঠনিক সম্পাদক)। কার্যনির্বাহী কমিটির অপর সদস্যবৃন্দ হলেন মনিরা বেগম, আব্দুল্লাহ আল হুজাইফা, তানজিম খান এবং মুরাদ হোসেন।
১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এআরএবি’র সাধারণ সভায় উক্ত কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে দুর্গত মানুষকে সাহায্য করাই অ্যামেচার রেডিও চর্চার মূল উদ্দেশ্য। সম্প্রতি আকষ্মিক বন্যায় ফেনী ও আশপাশের জেলা প্লাবিত হলে ফোন, ইন্টারনেটসহ সকল প্রচলিত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় রেডিও যন্ত্রপাতি নিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করতে এগিয়ে যায় স্বেচ্ছাসেবী সংগঠন এআরএবি’র সদস্যরা।
তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করে এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা ও সংগঠনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। দুর্যোগ প্রবণ অঞ্চলের অধিবাসী হিসেবে এআরএবি’র সদস্যরা আগামীতে বৃহৎ পরিসরে ও অধিকতর দক্ষতার সাথে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০২৪