শরতের মেঘলা বিকেল ভাসিয়ে দিল,
তুলো মেঘের ভেলা নীল আকাশে।
বুনো কাশফুল দোল দিয়ে যায়,
নদীর ঢেউ খেলা মাতাল হাওয়ার তালে।
পাল তোলা নৌকায় মাঝি গায় গান আনমনে,
পানকৌড়ি ডুব সাঁতার কাটে সঙ্গোপনে।
হঠাৎ করেই ডাক দিয়ে যায় মেঘের দল,
খানিক বাদেই বৃষ্টি ঝরে বিষন্ন প্রহরে।
সন্ধ্যা নামে শীতল বাতাসে উড়ে যাওয়া,
নীড়ে ফেরা পাখিদের চঞ্চল পালকে।
নীল জোছনায় নদীর স্বচ্ছ জলে সাঁতার কাটে,
অভিমানী চাঁদ একলা মনে বিরহী কথন হয়ে।
আলোকিত/১০/০৯/২০২৪/আকাশ