আজ রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে সন্ত্রাস,চাঁদাবাজদের রুখতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ

-Advertisement-

আরো খবর

মো মহিদ আহমেদ 
মানিকগঞ্জের আইন-শৃঙ্খলা উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। সন্ত্রাস, চাঁদাবাজদের রুখতে তারা ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন তারা। ৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তারা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: বশির আহমেদ, র‌্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানী প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা, সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা জামায়াতের আমীর কামরুল ইমলাম,  খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, ‍যুব মজলিশ জেলা কমিটির সভাপতি দেওয়ান তানজিল আহাম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থানের পর মানিকগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমাদের দলের সদস্যরা কাজ করছে। মানিকগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাই নেই। সে যেকোন দলেরই হোক না কেন, এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আমার দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আমরা সতর্ক রয়েছি। কোন নিরপরাধ ব্যক্তি যাতে মামলার আসামী না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। এছাড়া পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে গ্রাহক হয়রানী বন্ধ করতে হবে। জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, ‘বিগত সময়ে যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা বিধিসম্মতভাবে পেয়েছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। সম্প্রতি সময়ে অনেকের হাতে অস্ত্র দেখা গেছে। তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেন,’আমরা জেলার আইন শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজে প্রশাসনকে সবধরণের সহযোগিতা দেওয়া হবে। মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ‘জেলার অভ্যন্তরে বালুমহালসহ বিভিন্ন ঘাটের ইজারদের অনুপস্থিতির কারণে বালু-মাটি সরবরাহ বন্ধ রয়েছে। পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষাও কঠিন হয়ে যাচ্ছে। এসব বিষয়ে জেলা প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, জেলা শহরের যানজট নিরসনেও উদ্যোগ নিতে হবে। জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম বলেন, ‘জেলা শহরের ভেতরে পৌরসভার অধীন চলমান খাল সংস্কার, সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে চলাচলে জনগণের ভোগান্তি হচ্ছে। এসব কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, ‍’বিগত সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যুব মজলিশ জেলা কমিটির সভাপতি দেওয়ান তানজিল আহাম্মেদ বলেন, ’মানিকগঞ্জের সর্বত্র মাদকের ছড়াছড়ি। সব খারাপারে মূলে রয়েছে এই মাদক। মাদক নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ সুপার মো: বশির আহমেদ বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে আমরা জনগণের সেবায় কাজ করতে চাই। জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। মাদকমুক্ত সমাজ গড়াসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। আশাকরি সকলের প্রচেষ্টায় আমরা সফল হবো। র‌্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানী প্রধান লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ’অস্ত্র উদ্ধারে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। শুধু, অভিযোগ দিলে হবে না। আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধারসহ সব কাজ করতে পারবো।
আলোকিত প্রতিদিন/০৮ সেপ্টেম্বর-২৪/মওম
- Advertisement -
- Advertisement -