রাকিবুল হাসান : গতকাল শনিবার বিকাল ৫টায় নগরীর উপশহরের সিটি আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর কমিটি গঠিত হয়।
কমিটির সভাপতি হিসেবে মনোনিত হন গোল্ডেন সান শিক্ষা পরিবারের চেয়ারম্যান সাংবাদিক রফিক আলম, সহ-সভাপতি- শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক- নিউ লাইক একাডেমীর পরিচালক আব্দুর রাজ্জাক রিপন, যুগ্ম সম্পাদক- মামুনুর রশিদ মিঠু (পরিচালক ব্লু বার্ড স্কুল), সাংগঠনিক সম্পাদক- নাজমুল ইসলাম (পরিচালক ইউনিভার্সাল স্কুল), অর্থ সম্পাদক- এম, এম রহমান বাচ্চু (পরিচালক নিউ হোপ পাবলিক স্কুল), দপ্তর সম্পাদক- জিয়াউর রহমান (পরিচালক আল আকসা একাডেমী), প্রচার সম্পাদক- মুহাম্মদ শিহাব উদ্দিন (পরিচালক সূর্য কণা কিন্ডার গার্টেন), শিক্ষা সম্পাদক- মোনোয়ার হোসেন (পরিচালক আল ফাতাহ্ একাডেমী), নির্বাহী সদস্য যথাক্রমে- মিজানুর রহমান মিজান (পরিচালক ও প্রধান শিক্ষক সিটি আইডিয়াল স্কুল), শাহজাহান আলী পিয়াস (পরিচালক অবনী বিদ্যা নিকেতন), মোঃ আবুল বাসার পরিচালক (প্রতিভা স্কুল) ও মমতাজ বেগম পরিচালক (মমতাজ একাডেমী)।
সংগঠনের সহ-সভাপতি শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন এর পিতা বিশিষ্ট শিক্ষা বিদ রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ ইসমাইল হোসেনের মৃত্যুতে ও নির্বাহী সদস্য শাহজাহান আলী পিয়াস পরিচালক অবনী বিদ্যা নিকেতন এর মাতা অসুস্থ জনিত কারনে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ইসমাইল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত ও পিয়াসের মাতার আসু রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল আকসা একাডেমীর পরিচালক মোঃ জিয়াউর রহমান।
আলোকিত/০৮/০৯/২০২৪/আকাশ
বাংলাদেশ কিন্ডার গার্টেন রাজশাহী নগর কমিটি গঠন
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -