রাকিবুল হাসান : স্ত্রী-শাশুড়িকে নিয়ে ফেনসিডিল পাচারকালে ইসমাইল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের একটি চৌকস দল।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বগুড়া সদর থানাধীন ব্যঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপরে পিংকি বাচ্চু পরিবহন নামের একটি যাত্রী বাহী তল্লাশি করে ৯৪ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে ডিএনসির চৌকস দল।
আটককৃত মাদক ব্যবসায়ী ইসমাইল কিশোরগঞ্জ থানাধীন চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে (৩২) একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ইসমাইলের স্ত্রী আল্পনা আক্তার (২৫) ও শরিয়তপুর জেলার সখিপুর থানাধীন মাথাভাঙ্গা ইউনিয়নের খালেক মাঝির মেয়ে লিলুফা বেগম (৫০)।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এসআই মোসাদ্দেক হোসেন, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দসহ সঙ্গীয় ফোর্স বগুড়া সদর থানাধীন ব্যঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপরে পিংকি বাচ্চু পরিবহন নামের একটি যাত্রী বাহী বাসকে গতিরোধ বাসটি করে ঘেরাও করে।
পরে বাসটির ভিতরে এসআই মোসাদ্দেক হোসেন তল্লাশি করলে মাদক ব্যবসায়ী ইসমাইলের দুই পায়ের মাঝে থাকা একটি কাপড়ের ব্যাগে ৪০ বোতল ও সিপাহী হাবিবা খাতুন ইসমাইলের স্ত্রী আল্পনা আক্তারের দেহ তল্লাশি করে দুই পায়ের মাঝে একটি কাপড়ের ব্যাগের মধ্যে ৩০ বোতলসহ লিলুফা বেগমকে তল্লাশী করে দুই পায়ের মাঝে একটি কাপড়ের ব্যাগে ২৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করে ডিএনসির চৌকস দল।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এক ৯৪ বোতল ফেনসিডিলসহ ৩জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপ পরিচালক।
আলোকিত/০৭/০৯/২০২৪/আকাশ
বগুড়ায় সপরিবারে ফেনসিডিল ব্যবসায়ী আটক
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -