আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রাকিবুল হাসান: রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ মশিউর রহমান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের একটি চৌকস দল।
আটককৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর এলাকার ফরমান আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মশিউরকে ইয়াবাসহ আটক করে ডিএনসির চৌকস দল।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত (২৭) আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে ওসি পারভীন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাজার এলাকায় মেসার্স ভাই ভাই মটরস এর সামনে পাকা রাস্তার উপরে তুহিন পরিবহন নামক একটি যাত্রী বাহি বাসকে গতিরোধ বাসটি  ঘেরাও করে।
পরে বাসটির ভিতরে মাদক ব্যবসায়ী মশিউরের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে চারটি জিপারযুক্ত পলি প্যাকেটের মধ্যে ৫০ পিস করে মোট ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ২০০ পিচ ইয়াবাসহ মশিউর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী মশিউরের বিরুদ্ধে আরএমপির বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপ পরিচালক।
আলোকিত/২৭/০৮/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -