আজ রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বিএনপি নেতা আয়নাল হাসানের মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মতিয়ার রহমান: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মরহুম আয়নাল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় ত্রিলোচনপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মরহুমের নিজ গ্রামে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহাজান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় যুগ্ম সাধারন সম্পাদক ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শিষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
মরহুম আয়নাল হাসানের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর আহবায়ক নজরুল ইসলাম তোতা, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দলের জন্য মরহুম আয়নাল হাসান জীবনভর সংগ্রাম করে গেছেন। নেতা হিসেবে তিনি সব সময় হাস্যজ্জ্বল ও কর্মিবান্ধব ছিলেন। শুধু তাই নয়, এ এলাকায় তিনি ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আরও বলেন, সারাজীবন তিনি দলের জন্য যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন সে জন্য দল তার কাছে চিরঋনী।
সবশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোকিত/১৭/০৮/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -