এম. আর. কমল: দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে হাল ধরতে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হোকনা অন্তরবর্তীকালীন। তবু তো সর্বজন স্বীকৃত সরকার। যদিও এটি খুব দীর্ঘমেয়াদী সরকার নয়; তদুপরি এ সরকারের গুরুত্ব অপরিসীম। আর এরই মাধ্যমে বাংলাদেশ তার ইতিহাসে প্রথমবারের মতো পেতে যাচ্ছে একজন নোবেলবিজয়ী রাষ্ট্রপ্রধান। আমরা কোনো একজন সফল ব্যক্তির গুরুত্বকে প্রাধান্য দিতে গিয়ে প্রায়শই বলে থাকি তিনি শুধু একজন ব্যক্তি নন একটি প্রতিষ্ঠানও বটে। কিন্তু আমরা যাঁকে সরকার প্রধান হিসেবে পেতে যাচ্ছি; কী অভিধায় তাঁকে ভূষিত করবো? তিনি যে প্রাতিষ্ঠানিক পরিচয় শুধু নয়; নিজের যোগ্যতায় দেশের গণ্ডী পেরিয়ে বিশ্বকেও ছাপিয়ে গেছেন। সাধারণ বিচারে তিনি শুধুই একজন ব্যক্তি। তাঁর কোনো রাষ্ট্রীয় পদ-পদবী কোনোদিন ছিলো না, ছিলো না কোনো রাজনৈতিক পরিচয়, এখনো নেই। অথচ শুধু একজন ব্যক্তি হিসেবেই তিনি বিশ্বনন্দিত। বিশ্বকে জয় করে নিয়েছেন।
হে বিশ্ববরেণ্য কীর্তিপুরুষ! আপনি বাংলাদেশের সম্মান! বাংলাদেশের সম্পদ! বাংলাদেশের গর্ব! আপনাকে যথার্থ সম্মান দিতে না পেরে আমরা অমার্জনীয় অপরাধ করেছি! কিন্তু আপনি যে মহান! আপনার মহানুভবতায় আমাদের সকল অপরাধ মার্জনা করে জাতির ক্রান্তিলগ্নে মাঝিবিহীন তরীর মতো অবস্থায় রাষ্ট্রের হাল ধরতে সম্মত হয়েছেন। আপনাকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নেয়ার সামর্থ আমাদের নেই। শুধু অকুণ্ঠ সমর্থন আর প্রাণঢালা ভালোবাসায় আপনাকে অভিনন্দন জানাচ্ছে স্বৈর সরকারের রক্তচক্ষু ও হুমকী-ধামকী উপেক্ষা করে টিকে থাকা একটি জাতীয় পত্রিকা ‘দৈনিক আলোকিত প্রতিদিন’ পরিবার।
আলোকিত/০৮/০৮/২০২৪/আকাশ