আজ সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে হামলা ও লুটপাট

-Advertisement-

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর 
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল থেকে গণমাধ্যম কর্মীরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে যায়।আনুমানিক ৭টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় আন্দোলন করে ছাত্র-জনতা। পরে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে ঢুকে অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। পরে সেখানে থাকা চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে এবং গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়টি ছড়িয়ে পড়লে সর্বমহলে তোলপাড় চলছে।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এটা ন্যাক্কারজনক ঘটনা। গণমাধ্যম ও তাদের প্রেসক্লাবে হামলাকারীদের চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর সাথে সাংবাদিকদের জান-মালের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -