বিনোদন প্রতিবেদক-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু থেকেই সবর ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিক্ষার্থীদের চাঙ্গা রাখতে একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি এ ভাবেই।
সেই আনন্দে অংশ নিলেন মোস্তফা সরয়ার ফারুকীও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘৩৬ জুলাইয়ে স্বাধীন দেশে স্বাগতম! কি করে দেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতির কন্যা থেকে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম স্বৈরশাসকে পরিণত হলো শেখ হাসিনা এটা ভবিষ্যতে ইতিহাসের ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ করবেন বলে আমার বিশ্বাস। এবং রাজনীতিকরা শিক্ষা নিবেন আশা করি।
অন্য এক পোস্টে ফারুকী লিখেছেন, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করব! আমরা কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখব আগামী দুই-তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাব। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।
আলোকিত প্রতিদিন/এপি