রাকিবুল হাসান,রাজশাহী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ( ২৬ জুলাই) বিকাল ৫টার দিকে নাটোর জেলার সদর থানাধীন বগুড়া থেকে নাটোর মাদরাসামোড় গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রযাব ক্যাম্পের সামনে বগুড়া থেকে নাটোর গামী SUVON পরিবহন যাত্রিবাহী বাস তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন টেপারকুটি মোল্লাপাড়া গ্রামের মাহালমের ছেলে মোস্তাক আহমেদ (২৬)।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত (২৬জুলাই) বিকালে ৫টার রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এস আই হুমায়ুন কবির, এএসআই শাহজাহান আলী, সিপাই গোলাজার রহমান, সিপাই হাবিবা খাতুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সদর থানাধীন বগুড়া থেকে নাটোর মাদরাসামোড় গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে রযাব ক্যাম্পের সামনে বগুড়া হতে নাটোর গামী SUVON পরিবহন যাত্রিবাহী বাসটি গতিরোধ করে ডিএসনসির দলটি। এসময় বাসটির ভিতরে থাকা মাদক কারবারি মোস্তাকে তল্লাশির ফাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিএনসির চৌকস দলটি পরে মাদক কারবারি স্বীকার করে বাসটির বাম পার্শ্বের সামনের বক্সে সুপারির মধ্যে পলিথিনে স্কচটেপ দ্বারা মোড়ানো তিনটি পোর্টলায় গাঁজা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশী করে বক্সের ভিতর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই মোসাদ্দেক হোসেন বাদি হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আলোকিত/29/07/2024/আকাশ