সরকার পতনে ‘জাতীয় ঐক্যে‘র প্রয়োজন: মির্জা ফখরুল

0
109
সরকার পতনে ‘জাতীয় ঐক্যে‘র প্রয়োজন: মির্জা ফখরুল
সরকার পতনে ‘জাতীয় ঐক্যে‘র প্রয়োজন: মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

অবশেষে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়েই সরকার পতনের ডাক দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল এবং জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’

২৬ জুলাই শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির মহাসচিব স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এদিন রাত পৌনে ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিবৃতির কথা জানান।মির্জা ফখরুল জানান, ‘সময় ও যোগাযোগে প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে।’ শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার সই-সহ যৌথ বিবৃতি প্রদান করা হবে বলেও জানান তিনি। সরকার পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বান বিএনপি’র শীর্ষক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের এবং জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে ও দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি “জাতীয় ঐক্য” গঠনের আহ্বান জানাচ্ছি।’

আলোকিত প্রতিদিন /২৭ জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here