রাকিবুল হাসান (রাজশাহী ব্যুরো) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে নাটোর সদর থানাধীন স্টেশন বাজার থেকে নিচা বাজার যেতে পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি অটো রিক্সা তল্লাশী করে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি নিলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মৃত শফিকের মেয়ে গুরীয়া পারভীন (৪৯)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে পৌনে ৫টার রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমান এসআই হুমায়ুন কবির সহ সঙ্গীয় স্টেশন বাজার থেকে নিচা বাজার যেতে পাকা রাস্তার উত্তর পার্শ্বে অবস্থান করে এ সময় গোপন সংবাদে পাওয়া আটোরিক্সায় ফেনসিডিল পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে সেই আটোরিক্সাটি গতিরোধ করে ডিএসনসির চৌকস টিম। পরে ডিএসনসির সিপাই হাবিবা খাতুন আটোতে থাকা সেই নারী মাদক কারবারির দুই পায়ের মাঝে থাকা একটি প্লাষ্টিক ব্যাগের মধ্যে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই মোসাদ্দেক হোসেন বাদি হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আলোকিত/১৩/০৭/২০২৪/আকাশ