আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

ধানের বস্তায় গাঁজা পাচারকালে মাদক কারবারি আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রাকিবুল হাসান (রাজশাহী ব্যুরো): ধানের বস্তায় ২৮ কেজি গাঁজা পাচারকালে এক মাদক কারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির চৌকস দল।
গতকাল শনিবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন থানাধীন দক্ষিণ দমদমা জোলারবাতা নামক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারি পাবনা জেলার আমিনপুর থানাধীন বসন্তপুর গ্রামের নাসির খাঁয়ের ছেলে শিমুল খাঁ (৩০)।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় মাদক কারবারি শিমুল খাঁ বগুড়া থেকে নাটোর গামী ধান ভর্তি একটি কার্গো ট্রাক অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসছে এমন সংবাদের পেয়ে বুধবার দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমান পরিদর্শক পারভীন আক্তার উপ- পরিদর্শক মোসাদ্দেক হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দমদমা জোলারবাতা নামক স্থানে অবস্থান করেন পরে টাটা কার্গো ট্রাকটি গতিরোধ করে গাড়ীটি তল্লাশী শুরু করলে ড্রাইভারের সিটের পিছনে কেবিনের মধ্যে লুকানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের বস্তায় একটি প্লাষ্টিক বস্তায় তিনটি পোটলায় স্কচটেপ দিয়ে মোড়ানো চার কেজি করে মোট ১২ কেজি এবং অপর একটি প্লাস্টিক বস্তায় চারটি পোটলায় স্কচটেপ দিয়ে মোড়ানো চার কেজি করে মোট ১৬ কেজিসহ  সর্বমোট সাতটি পোটলায় স্কচটেপ দ্বারা মোড়ানো অবৈধ ২৮ কেজি গাঁজা ১২ উদ্ধার করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে ডিএনসি রাজশাহী গোয়েন্দা কাজ করছে। সে ধারাবাহিকতায় এই অভিযান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক পারভীন আক্তার বাদি হয়ে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আলোকিত/১১/০৭/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -