ছৈয়দ কামাল,ছাগলনাইয়া
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নস্থ চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ মাঠে,৭ জুলাই রোববার শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীগণ ও স্থানীয় এলাকাবাসীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে,বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেছেন,অনুষ্ঠানটির প্রধানঅতিথি ফেনী- ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠানটির আয়োজক ছিলেন,ওই ইউনিয়নটির কৃতিসন্তান চট্টগ্রাম কোস্টাল এন্ড ক্যারিয়ার্স লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মাহি রাসেল।
মহামায় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু,ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমূখ।
আলোকিত প্রতিদিন/এপি