আজ রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক যুবককে গ্রেফতার 

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশের অভিযানে এক লাখ আশি হাজার টাকার হেরোইনসহ আমিনুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুর রহমান সিংগাইর উপজেলার আলীনগর এলাকার আরশেদ আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংগাইরের গাড়াদিয়া এলাকার ঢাকা প্যাকেজিং এন্ড প্রিন্ট্রিং ইন্ডাস্ট্রিজ এর সানমে থেকে তাকে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম জানান, আটককের পর আইনগত ব্যবস্থার পর সিংগাইর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও ওসি জানান।
আলোকিত প্রতিদিন /০৫ জুলাই-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -