আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির কিয়ার স্টার্মার বলেছেন, দেশটির জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। মানুষ ভোট দিয়ে জানান দিয়েছেন তারা পরিবর্তনের জন্য প্রস্তুত। সংসদে নিজ আসনে জয় লাভের পর এই কথা বলেছেন ব্রিটেনের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী স্টার্মার। ৫ জুলাই শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
কিয়ার স্টার্মার বলেন, দেশটির মানুষ কর্মক্ষমতার রাজনীতির অবসান ঘটিয়ে জনসেবার রাজনীতিতে ফিরতে চায় এবং ‘পরিবর্তন এখান থেকেই শুরু হয়েছে আপনি ভোট দিয়েছেন। এখন সময় এসেছে আমাদের তার প্রতিদান দেওয়ার।’ এবারের সংসদীয় নির্বাচনে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে । প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ৪১১ আসনে জয় পেয়েছে। ১১৯ আসন পেয়েছে ক্ষমতাসীন দলটি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ব্রিটেনের নিয়ম অনুযায়ী, ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার।
আলোকিত প্রতিদিন /০৫ জুলাই-২০২৪ /মওম