ইমরান হোসেন (বিশেষ প্রতিনিধি): চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কে বেগবান করতে গত দেড় যুগ ধরে বিএনপির যে সকল নেতাকর্মীরা অদম্য সাহস নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভুমিকা পালন করেছে মামলা হামলা জেল জুলুম সহ পুলিশি অত্যাচার নির্যাতনের ষ্টীমরোলার তাদের ও তাদের পরিবারের উপর বেশি চলেছে।
মৃত্যুন্জয়ী সাবেক ছাত্র নেতা,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও তার ব্যতিক্রম নাম।
২৮ অক্টোবর কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে ঢালাও ভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার যে হিড়িক পড়েছিলো তারই ধারাবাহিকতায় দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এর নামেও রাজধানীর রমনা,মতিঝিল,ওয়ারী ও যাত্রাবাড়ী সহ বিভিন্ন থানায় নাশকতার অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়।
রবিউল ইসলাম নয়ন এর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বুধবার দুপুরে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও মোঃ আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ রবিউল ইসলাম নয়ন এর নামে দায়েরকৃত সকল মামলায় আগাম জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত রবিউল ইসলাম নয়নকে সকল মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আলোকিত/০৪/০৭/২০২৪/আকাশ