আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে রানা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

-Advertisement-

আরো খবর

রুহুল আমিন : 
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর গোপালপুর গ্রামে রানা প্রামানিককে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। ২৮ জুন শুক্রবার সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জড়িতদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা।
এ সময় ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিম-উল আলম, নিহতের ভাই রিনা প্রামানিক, মা ফিরোজা বেগম, স্ত্রী সনি খাতুন, ছেলে গোলাম রাব্বী প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে উপজেলার চর গোপালপুর মধ্য পাড়া এলাকায় সেচ পাম্পকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত হন রানা প্রমানিক (৪০)।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলার পর নামধারি ৭ জন এবং অজ্ঞাত ১ জনকে গ্রেফতার করেছি। বাকী আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন /২৮ জুন-২০২৪ /মওম
- Advertisement -
- Advertisement -