কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়

0
148
কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়
কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফটের কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে স্কটল্যান্ডের এডেনবার্গে সুইফটের তিনটি কনসার্টে দর্শকরা এতটাই নাচানাচি করেন যে সেখানকার ভূমি কেঁপে ওঠে। যেখানে কনসার্ট হয়েছে সেখান থেকে ছয় কিলোমিটার দূরের পর্যবেক্ষণ কেন্দ্রে ভূকম্পন রেকর্ড করা হয়েছে। দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করেছেন সুইফটের ক্রুয়েল সামার, রেডি ফর ইট এবং শ্যাম্পেন প্রবলেম। গত শুক্রবারে কনসার্টে এই তিনটি গানেই সবচেয়ে বেশি নাচানাচি করেন তারা। ওইদিন নাচানাচির কারণে ভূমি সর্বোচ্চ ২৩ দশমিক ৪ ন্যানোমিটার সরে যায়। পরের দিন শনিবার ২২ দশমিক ৮ এবং রবিবার রাতে ২৩ দশমিক ৩ ন্যানোমিটার সরে যায় মাটি। ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সিয়াটলে একইরকম ঘটনা ঘটেছিল। ওইদিন দর্শকরা এতটাই উদ্যোম হন যে সেখানে ২ দশমিক ৩ মাত্রার সমান ভূমিকম্পের সৃষ্টি হয়।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন /১৪ জুন-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here