আজ বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

রোদবৃষ্টির খেলা : জাহিদা মেহেরুননেসা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আকাশ থেকে ঝরে পড়বার আগেই
মিথ্যেমিথ্যি বৃষ্টির এই হাসিখেলা
বাতাসে মিলিয়ে যায়।
হারিয়ে যায় সুদূর বনানীর নিবিড় আশ্রয়ে
ঐ তো নীলাকাশে সাদা মেঘের ভেলায়
কত না আঁকিবুকি আলিঙ্গনের দৃঢ়রেখা
নিমিষেই মিলিয়ে যায়, মুছে যায় ।
সকল মিথ্যের জারিজুরি একদিন শেষ হয়
নির্মল নীলাকাশে শুধু
কালের সাক্ষ্য হয়ে দিনলিপি রয়ে যায়।
[ঢাকা : ০৬/০৭/২০২৪]

আলোকিত/০৬/০৬/০২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -