উপজেলা পরিষদ নির্বাচন : কলাপাড়ায় বিজয়ী প্রার্থী সমর্থকের চোখ তুলে নিলো প্রতিপক্ষ

0
171

মো. সোহাগ (বিশেষ প্রতিনিধি) : উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ বেসরকারি নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা।
কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট- ঘোড়া-৩২,২৩৯, আনারস-২১,১৬১, দোয়াত কলম-১২৩৩৫, চশমা-৪৬,৭৯৪, টিউবওয়েল- ৮৩৭৫, বই-৯৪৩৬, সেলাই মেশিন -৩১৭২৬, কলস-২৩৪৯১, হাঁস -৭১০৩, ফুটবল -২১৪২।
এ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের ঘোড়া প্রতীকের সর্মথক মো.মোকছেদুল (৪৪) কে কুপিয়ে তার বাম চোখ উঠিয়ে দিয়েছে প্রতিপক্ষ দোয়াত কলম প্রতীকের সমর্থকরা। এ ঘটনায় আরো তিনজনের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।  বুধবার (৫ জুন) রাত ৮ টার দিকে  ভোটের ফলাফল প্রকাশের পরপরই টিয়াখালী ইউনিয়নের রজপাড়া মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেছেন বিজয়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। অপর তিনজন আহতরা হলো মো.সাইমুন ইসলাম (২২), শাকিল (১৫) ও মো.হারুন-অর-রশিদ (৪৫)। এদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় মোকছেদুল এবং সাইমুন ইসলামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের সদ্য বিজয়ী চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন’ যাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে এরা  আমার ঘোড়া প্রতীকের  সমর্থক, ভোটে পরাজিত হয়ে এমন হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে অভিযুক্ত পরাজিত প্রার্থী  সৈয়দ মো. আখতারুজ্জান কোক্কার বক্তব্য  নিতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ জানান’ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আলোকিত/০৬/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here