টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

0
256

আলোকিত প্রতিবেদক-

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন টিকটকের আলোচিত-সমালোচিত নাম এটি। এবার এই টিকটকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ বিষয়ে প্রিন্স মামুন সংবাদমাধ্যমকে তিনি বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় আসার। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল তখন। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব বলে তিনি জানিয়েছেন।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন আমাকে। তাই আমি হাজিরা দিতে যায়নি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে লায়লা গণমাধ্যমকে বলেন, কোন মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্যও নেই।

উল্লেখ্য, প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন চর্চিত। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই?

লোকিত প্রতিদিন/এপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here