আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় মা ও শিশু খুন,আটক সেনা সদস্য 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মাজেদুর রহমানঃ

০২ জুন,রবিবার সকাল ১১টার দিকে বগুড়ার বনানী এলাকার ‘শুভেচ্ছা’ নামে একটি আবাসিক হোটেলে মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আশা মনি নামের ২২বছর বয়সী ঐ নারীর লাশ বিবস্ত্র অবস্থায় হোটেলের বাথরুমের ভেতরে পড়েছিল এবং ১১মাস বয়সী ছেলে আব্দুল্লাহ আল রাফির মাথাবিহীন লাশ বস্তায় ভরে খাটের নিচে রাখাছিল। জোড়া খুনের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল হক নামে এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আজিজুল হক নিহত আশা মনির স্বামী এবং শিশু আব্দুল্লাহ আল রাফির পিতা। সে বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া এলাকার বাসিন্দা।সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত।সে ২মাসের ছুটিতে স্বপরিবারে বগুড়ায় এসেছে। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটক সেনা সদস্য আজিজুলের দেওয়া তথ্য অনুযায়ী নিহত শিশুর মাথার সন্ধানে পুলিশ করতোয়া নদীর চেলোপাড়া রেলব্রিজের নিচে তল্লাশী শুরু করেছিলো। তবে প্রায় ঘন্টা খানেক চেষ্টা করেও তা উদ্ধার করতে পারেনি (রিপোর্ট লেখা পর্যন্ত)।

আলোকিত প্রতিদিন /২ জুন-২০২৪ /মওম

- Advertisement -
- Advertisement -